From violent attacks targeting gay men to slurs on the sports field, homophobia has been making headlines. - আন্ডারস্ট্যান্ডিং হেইট -এর এই পর্বে, আমরা অস্ট্রেলিয়ায় সমকামীদের প্রতি অসদাচরণ এবং আক্রমণের ঘটনাগুলোর দিকে নজর দিচ্ছি। এটি এমন এক ধরণের ঘৃণা যা সমকামী পুরুষদের উপর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় ধরণের আক্রমণের পর আলোচনায় এসেছে।