আমার সুখ পরে আছে বহুদূরে তবু মন ভাবে তুমি পাশে আমার সুখ পরে আছে বহুদূরে ...তবু মন ভাবে তুমি পাশে মন ভাবে তুমি পাশে…। কত ছোট ছোট আড়ি ভিড় করেছিলো আমার তোমার মাঝে মনে, মনে পরে তুমি হাত ধরে আমার সরোবরে হেঁটে ছিলে তোমার মনে কি থাকবে সেই কবিতাটা আমার জন্য যে লিখলে আমার সুখ পরে আছে বহুদূরে তবু মন ভাবে তুমি পাশে দেখে, দেখেছিলাম আমি রেগে ছিলে তুমি কেন তা ছিল অজানা রেখে, রেখেছিলে কথা দিয়েছিলে ব্যাথা মন যে আজও ভোলে না কত সুরেতে সুর এসে জুটেছে মাঝখানে তোমার সুর কানে এলো না আমার সুখ পরে আছে বহুদূরে তবু মন ভাবে তুমি পাশে দিকে দিকে যখন ঝিঁঝিঁ পোকা ছিল তুমি ছিলে না পাশে একা একা আমি হেঁটেছিলাম যখন বৃষ্টি এসেছিল দেশে ওরে, ওরে সোহাগি তুই পরদেশীরে মন দিয়ে ভুল করলি ওরে, ওরে সোহাগি তুই পরদেশীরে মন দিয়ে ভুল করলি, করলি আমার সুখ পরে আছে বহুদূরে তবু মন ভাবে তুমি পাশে আমার সুখ পরে আছে বহুদূরে তবু মন ভাবে তুমি পাশে মন ভাবে তুমি পাশে…।